১৯৪.
বাহির দেখেই ক্যামনে ভাবো এই আমি কীট নরকের
ভেতর'টা কার সুগন্ধিময় যাত্রী কে-বা আঁধারের,
নিশ্চিত করে বোলতে পারো দোজখ বাসী রেজাউল?
মিথ্যে দম্ভ করো না ভাই ভয় রেখো শেষ বিচারের।


১৯৫.
প্রভুর জান্নাত এতোই সোজা থাকবে শুধু তোর দখল
কী এমন কাজ করলে ও ভাই কিনবে তাহা তার বদল?
বলছো বেদ্বীন এই আমাকেই তুমিই কী তাঁর খুব প্রিয়?
ভেবে দ্যাখো ঐ লেবাসে নাই কী তোমার কোনই ছল!


১৯৬.
টুপি দাড়ি লই'নি আমি তাই কী বলছো নই মুসলমান?
প্রভুর ভীতি নাই দিলে যার ঐ লেবাসের কি থাকে মান?
পর কে বিধান দাও দাপিয়ে নিজ আমলটা ভাই ভাবছো কী?
বোলবে তোমায় বাটখারাটা কে দিলে'গো মাপতে ঈমান


১৯৭.
নিজ আমলটা না ভেবে ভাই পরের পিছে লাগছো বেশ
ও গুণিজন ভুলছো কেনো গীবতকারীর সবই শেষ,
ব্যক্তির আড়াল অনেক কথায় অজানিতেই হয় গীবত
তওবা পড়ে মাফ চেয়ে নাও নইলে ভালে দুখ অশেষ।


১৯৮.
দিস'রে সাকি উজার কোরে ভাণ্ডারে তোর যতো সুরা
ঐ উচ্চাসন নেই প্রয়োজন সুরা'তেই রই দিশেহারা,
কিসে বিভোর রয় রেজাউল বুঝবে কি'গো সেই নরাধম
বুঝতো যদি ক্রোধ ভুলে সব হতো প্রেমে পাগলপারা।


১৯৯.
অন্তরে যার নাই'রে ভীতি তার কাছে ভাই সব সমান
কথায় কাজে বড়ই অমিল আসলে তার ছুট জবান,
পাপ পূণ্যেতে রয় উদাসী লোক ঠকানোয় খুব পটু
স্বার্থের ব্যত্যয় ঘটলে পরে বীভৎসতার রূপ দ্যাখান।


২০০.
খৈয়াম হাফিজ ডুবছে সুরায় মত্ত সাকির প্রেমেতে
সেই প্রেমেরই পিদিম জ্বলে এই অধমের মনেতে,
সাকি সুরার প্রেমে মজে ধন্য হলো যে নজরুল
এই অধম দিল চায় মিলিতে সেই গুনিদের দিলেতে।


🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️


উল্লেখ্য যে, (আসরের সুযোগ্য কবি,
শ্রদ্ধেয়"মার্শাল ইফতেখার আহমেদ"সাহেব            
১৫-১১-২০২৩ ইং তারিখে তার "দুইজন কবি (রুবাইয়াৎ)"  টি সম্মানিত কবি শহীদ উদ্দীন আহমেদ ও আমাকে ভালোবেসে উৎসর্গ করেছিলেন এবং সেই সাথে আমাদের রুবাই চর্চার ধারাবাহিকতায় খুশি হয়ে ২০০ তম রুবাই এর জন্য আগাম অভিনন্দন জানিয়ে রেখেছিলেন, আপ্লুত হয়ে সেইদিনই তার মন্তব্য ঘরে আমি আমার ২০০ তম রুবাই টি লিখেছিলাম তাই
আজকের এই ২০০ তম রুবাই টি সম্মানিত কবি
মার্শাল ইফতেখার আহমেদ"সাহেব কে উৎসর্গ করছি)