যোগাযোগ আজ শূন্যে ভাসে
অতীত অবর্তমানে বর্তমান
বিচ্ছেদ আজ অপেক্ষা গোনে
দিনান্তে বা চলতি পথে
সময় আজ পাল্টে ফেলি
কথার খেলাপ ক্ষমা ঘেন্নায়
দূরত্ব আজ হাতড়ে বেড়ায়
মন কেমনের প্রশ্রয়
বিষাদ আজ ভাঙছে পাহাড়
শব্দযব্দে কাব্য কথায়,

দুঃখ বিলাস গুমরে থাকে
ধন্যি মেয়ের ধন্যি হাসি
কিংবা হঠাৎ বৃষ্টি দিনে
খামখেয়ালী কান্নাকাটি।