রবিউল হাসান - পাতা ২

রবিউল হাসান
জন্ম তারিখ ৭ এপ্রিল ১৯৯০
জন্মস্থান টাঙ্গাইল, বাংলাদেশ
বর্তমান নিবাস নারায়নগঞ্জ, বাংলাদেশ
পেশা চাকরী
শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল ডিপ্লোমা
সামাজিক মাধ্যম Facebook  

কবি রবিউল হাসান ১৯৯০ সালে ০৭ এপ্রিল টাঙ্গাইল জেলায় জন্মগ্রহন করেন। তিনি চট্টগ্রাম থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করেন। বর্তমানে তিনি একটি টেক্সটাইল কোম্পানীতে পেশাগত দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করেন। তার লেখা কবিতা দেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে একুশে বইমেলায় তার প্রথম বই "অদৃশ্য অনল" প্রকাশিত হয়।এরপর ২০১৯ সালে একুশে বইমেলায় "জলতরঙ্গে কাব্যভেলা" এবং "দ্বাদশ রবির কর" নামে দুইটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।২০২২ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় যৌথ কাব্যগ্রন্থ "সাদা কালো ভালোবাসা"।কবিতার পাশাপাশি তিনি গল্প ও উপন্যাস লেখেন।আবৃত্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য্য নিয়ে ভিডিও তৈরী করা তার অন্যতম শখ।

রবিউল হাসান ৭ বছর ৪ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে রবিউল হাসান-এর ৫৭টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
৬/২ ১৮
৩/২ ১২
১/২ ১০
৩০/১
২১/১
১৯/১
১৮/১ ১২

তারুণ্যের ব্লগ

রবিউল হাসান তারুণ্য ব্লগে এপর্যন্ত ১৫টি লেখা প্রকাশ করেছেন। তাঁর তারুণ্যের সর্বশেষ ১০টি লেখার লিঙ্ক নিচে পাবেন।