হৃদয়ে আমার বাংলাদেশ
রূপের যে তার নেইকো শেষ।


সুজলা শ্যামলা এই বাংলাদেশ
রূপের বর্ণনায় থাকেনা কোন পরিশেষ।


সবুজের সমারোহ ভরা এই বাংলাদেশ
চোখ জুড়ায় দেখে বাংলার মনোরম পরিবেশ।


অনেক জ্ঞানী-গুণীর এই বাংলাদেশ
তারা মরে গেলেও রয়ে গেছে তাদের রেশ।


ফুলে ফলে ভরা এই বাংলাদেশ
পড়ন্ত বিকেলের বাতাসে রাখাল বধুর দোলে কেশ।


নদীমাতৃক দেশ হলো বাংলাদেশ
উর্বর পলি মাটির গুনের কথা হয়না শেষ।


ঐতিহ্যবাহী দেশ এই বাংলাদেশ
প্রধান খাবার হলো মাছ-ভাত ও পিঠা-পায়েস।


ছয়টি ঋতু আছে এই বাংলাদেশে
একটির পর অন্যটি আসে নানান রকম বেশে।


বাংলাদেশের অপরূপ প্রকৃতি
সকলের মনে রেখে যায় স্মৃতি।


বাংলাদেশের চারদিকে সৌন্দর্যের সমাহার
তাই এর সৌন্দর্য থাকে না কোন উপসংহার।


বাংলাদেশের বাংলা ভাষা
মিটায় মনের সকল আশা।


বাংলাদেশে জন্মগ্রহণ করে জীবন আমার সার্থক
দেশ আমার ভালো থাকবে,দেশের বিরুদ্ধে সকল অপচেষ্টা, ষড়যন্ত্র ব্যর্থ হোক।