তোমার চিন্তায় বিভোর আমি, তোমাতে করি বাস
তুমি মগ্ন অন্যের ধ্যানে, আমার দীর্ঘশ্বাস।


বুকের মাঝে রেখেছি তোমায়, রেখেছি যতনে
আমায় করে আড়াল, অন্যের বাস তোমার মনে।


একমুহূর্তেও ভুলিনা তোমায়, নেই যে ভুলার অবসর
ভুলেই গেলে কবে আমায়, আমি যে এখন পর।


আমার আকাশ জুড়ে কালো মেঘের অবাধ আনাগোনা
তোমার আকাশে আজ স্বপ্নের গাঙচিলেরা মেলে ধরেছে ডানা।


আমার বাগানে ফুটেনা আর ফুল, হয়ে আছে শূন্য
তোমার বাগানে ফুলে ফুলে হয়েছে যে পরিপূর্ণ।


নিকষ কালো অন্ধকারে গুমড়ে কাঁদি একা একা
আলোতে ভরা তোমার জীবন, সুখেই আছো হে অনামিকা।


ব্যবধানটা আজ ক্রমশ প্রকাশ্য, ঘিরে ধরেছে বিষন্নতা
অজানা পথের হবো যাত্রী, বুঝবেনা তাও আমার শূন্যতা।