হয়েছে অনেক সময়, কাটিয়েছিস দিন কংক্রিটের জঙ্গলে
যা ফিরে তুই সবুজের প্রান্তরে, রাখ অবদান গ্রামের মঙ্গলে
দূষণের নগরীতে আর কত?
পাবি না সুখ-শান্তি, গ্রামের মত,
আয় ফিরে নিজ শহরে, সুখ নে খুঁজে কাস্তে-কোদাল-লাঙ্গলে।