বসে আছি নিরালায়
খোলা জানালার ধারে,
মৃদু মৃদু বাতাসের স্পর্শে
ভাবছি তোমায় ঘিরে।


হারিয়ে গেছো অনেক আগেই
জানি ভুলেই গেছো,
সবকিছু তছনছ করে দিয়ে
দিব্যি ভালোই আছো।


ঘাটতিটা কোথায় ছিল
ভালোবাসা না ব্যবহারে?
বললে না কিছুই
রেখেছো আঁধারে।


সত্যিকারের ভালোবাসা বুঝলেনা তুমি
দিয়েছো ব্যথা আমায়,
হয়তো বুঝবে একদিন
যেদিন থাকবো না বসুন্ধরায়।