হিংসায় থাকেনা মনে কোনো শান্তি, হিংসায় বাড়ে যে অন্তর জ্বালা
হিংসা মানুষকে ভেতর থেকে দেয় গলিয়ে, আত্মা হয় পচা গলা
হিংসা যে উন্নতির অন্তরায়
হিংসা মানুষকে নিচে নামায়
শান্তিপূর্ণ জীবনকে করে দেয় যে বিষময়, পোহাতে হয় ঝামেলা।