ভাই আমি ভালো মানুষ
কারো সাতে পাঁচে নেই,
নিজের চিন্তায় থাকি বিভোর
চলি নিজের ওজন বুঝেই।


খালি মাঝেমধ্যে লাগাই প্যাঁচ
এর সাথে ওর
বদনাম, কুৎসা কিছুটা রটাই
দিয়ে শকুনি নজর।
তার পরেও কিছু মানুষ করে রাগ
এইসব সামান্যতেই-
               তবুও ভাই আমি ভালো মানুষ
               কারো সাতে পাঁচে নেই।


ইনসিকিউর পাবলিক আমি
থাকি সব সময় ভয়ে,
কি জানি কে আবার করে ক্ষতি
কোন দিক দিয়ে।
সে জন্য ইমেজ রাখি ক্লিন
ফেলে দিয়ে অন্যকে প্যাচেই।
                তবুও ভাই আমি ভালো মানুষ
                কারো সাতে পাঁচে নেই।


টাকা-পয়সা অনেক কামাই
কিন্তু খরচ করি রেয়ার,
কঞ্জুস, কিপটা যে যাই বলুক
থোরাই করিনা কেয়ার।
বরঞ্চ অন্যেরটা দিয়ে চালাই কাজ
আমি জেনে বুঝেই।
               তবুও ভাই আমি ভালো মানুষ
               কারো সাতে পাঁচে নেই।


কারো ভালো সহ্য হয় না
ব্যস্ত থাকি প্যাঁচ লাগাতে,
সুখের সংসার ভাঙলে কারো
নেই না দোষ ঘাড়েতে।
হাজার রকম বাহানা দিয়ে
দোষ মুক্ত হয় অল্পতেই।
               তবুও ভাই আমি ভালো মানুষ
               কারো সাতে পাঁচে নেই।


চাপাবাজি, মিথ্যা বলা এইসব
আমার নিত্যনৈমিত্তিক কাজ,
এমন ছ্যাচড়া হয়েছি এখন
পাই না কিছুতে লাজ।
কারো কথার ধার ধারি না
যায় আসে না আমার কোন কিছুতেই।
               এরপরেও ভাই আমি ভালো মানুষ
               কারো সাতে পাঁচে নেই।