আমি চলি সত্যের পথে
থাকবোও সত্যের পথে,
যতই তুই রটাস কুৎসা
মেনে নিবোনা হার মাথা পেতে।


তুই নিন্দুক, তুই বেইমান
নিন্দা করা তোর স্বভাব,
বানিয়ে বানিয়ে বলিস মিথ্যা
তোর যে সময়ের নেই অভাব।


তুই নিন্দুক, তুই কালসাপ
তুই যে মস্ত বড় দুষ্কৃতী
তোর হাত থেকে কখনো কেউ
পায়না যে নিষ্কৃতি।


কারো ভালো সহ্য হয়না তোর
ফণা তুলে করিস ফোসফোস,
ছোবল মেরেও, সাধু সাজিস
নিসনা ঘাড়ে দোষ।


দিনকে বানিয়ে দিস রাত
সাদাকে বানাস কালো,
শাক দিয়ে তুই ঢাকিস মাছ
কাহিনী বানাস প্যাঁচালো।


ভালো দিক চোখে পড়ে না তোর
খুঁজিস দিক মন্দ,
দম্ভ, অহংকারে তুই
চোখ থাকিতেও অন্ধ।


নিন্দার আগুনে পুড়বি তুই
হবি একদিন ছারখার,
সময় থাকতে ছেড়ে দে নিন্দা করা
না হয়, থাকবেনা কেউ বাঁচাবার।