জীবনের সব রং যখন হারিয়ে যায়
          জীবন তখন অনর্থ হয়ে যায়।
বেঁচে থাকার ইচ্ছাটা ধুঁকে ধুঁকে মরে যায়।
কোন কিছু আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে,
          বেঁচে থাকার মানেটাও শেষ হয়ে যায়।


ভেবেছিলাম চারা গাছ থেকে একদিন;
         বড় গাছ হয়ে উঠবো-
সবার মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবো;
সবার কল্যাণে পাশে দাঁড়িয়ে
জীবনটা অর্থবহ করে তুলবো।
কিন্তু পরগাছা হয়ে যে জন্মেছি
       সেটা ভাবনাতেই ছিলোনা।


বাস্তবতা বড় নির্মম!
সেই নির্মমতার বেড়াজাল পেরিয়ে
                 স্বপ্নটা আর ছোঁয়া হলো না।
সেই বেড়াজালে ঝুলে থেকেই-
জীবনের শেষ প্রহরটা শেষ করে দিলাম।


ভালো থাকুক সব কিছু
ভালো থাকুক পিছুটান,
হে পৃথিবী তোমার গভীরে আসছি আমি
দিও মোরে একটু স্থান!


বিদায় নিলাম অজানাতে--
হয়তো আবার কখনো হবে দেখা
     মেঘের কোন অচেনা মেরুতে।