(১) বিদ্রোহী নজরুল
------------------------------
কবি কাজী নজরুল,
প্রতিবাদী কণ্ঠস্বর নড়েনি এক চুল
শোষণ, বঞ্চনার বিরুদ্ধে কলম ধরেছেন;
অধিকার আদায়ে মাথা উঁচু রেখেছেন।


(২) পল্লীকবি জসীম
------------------------------
পল্লীকবি জসীম,
পল্লীর প্রতি মায়া ছিলো যার অসীম
পল্লীজীবনের সহজ-সুন্দর রূপটি ধরতেন তুলে;
পল্লীর মাটি ও মানুষে মিশে গিয়ে, নিজের অস্তিত্ব যেতেন ভুলে।


(৩) রূপসী বাংলার কবি
------------------------------
কবি জীবনানন্দ দাশ,
প্রকৃতির মাঝে ছিলো যার বসবাস।
আবার আসিবেন ফিরে
এই রুপসী বাংলার নীড়ে।


(৪) কবিগুরু
------------------------------
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
ছোটবেলা থেকেই ছিলেন সাহিত্যে ক্ষুধাতুর।
বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় রেখেছেন তিনি অবদান
বাঙ্গালীদের মধ্যে পেলেন তিনি প্রথম নোবেল জয়ীর সম্মান।


(৫) মানবতার ফেরিওয়ালা
------------------------------
বিশ্বমাতা মাদার তেরেসা,
ছিলেন যে আত্মমানবতার ভরসা
মানুষ সেবায় করলেন সারাটি জীবন দান
"নোবেল শান্তি পুরস্কার" আর "ভারতরত্ন" দিয়ে পেলেন স্বীকৃতি-সম্মান।


(৬) নারী জাগরণের অগ্রদূত
------------------------------
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া,
এলেন যিনি নারী শিক্ষার আলোকবর্তিকা নিয়া।
যার লেখনীতে ঘোষিত হয়েছিল মানুষ হিসেবে ভগিনীদের আত্মসম্মান
সঠিক সময় নিয়েছেন সঠিক সিদ্ধান্ত, ছিলেন যিনি আত্মশক্তিতে বলীয়ান।


(৭) লিটল ম্যাজিশিয়ান
------------------------------
লিওনেল মেসি,
খেলে ফুটবল ক্লাসি
বল পায়ে লিটল ম্যাজিশিয়ান
ড্রিবলিংয়ের ফুলঝুরি আর জালে গোলের বান।


(৮) টেনিস রাজা
------------------------------
রজার ফেদেরার,
টেনিসে প্রিয় মুখ সবার
টেনিসে নিজেকে গেছেন নিয়ে অনন্য উচ্চতায়
কিংবদন্তি হিসেবে পেয়েছেন ঠাঁই ইতিহাসের পাতায়।


(৯) লিটল মাস্টার
------------------------------
শচীন টেন্ডুলকার,
শত সেঞ্চুরি আছে তার
ক্রিকেটে রানের পাহাড় গড়েছেন
মাস্টার ব্লাস্টার উপাধি পেয়েছেন।


(১০) গলফ কিংবদন্তি
------------------------------
গলফ কিংবদন্তি টাইগার উডস,
পুরস্কার আর সম্মাননায় ছুঁয়েছেন যিনি ক্লাউডস!
ক্যারিয়ারে ছিলো তার অনেক উত্থান-পতন
গলফে আসবেনা কেউ আর তার মতন।


--------------------------------------------
**ক্লেরিহিউ সম্পর্কে বিস্তারিত জানার লিংক কপি-পেস্টের সুবিধার্থে কমেন্ট বক্সে দেয়া হল।