জীবনের সুকঠিন আশীর্বাদে আমি এক নীল সার্কাস-
আমাকে দেখতে কোনো পয়সা খরচ করতে হবে না।
যেমন দেখতে চান তেমন-ই দেখাবো নিজেকে
যেমন হাসাতে চান তেমন-ই হাসাবো নিজেকে
যেমন নাচাতে চান তেমন-ই নাচাবো নিজেকে
যেমন কাঁদাতে চান তেমন-ই কাঁদাবো নিজেকে
এই যে আমার আঙুলগুলো ভীষণ গাইতে জানে
এই যে আমার চুলগুলো সিংহের গর্জন দিতে পারে
এই যে চোখগুলো যে কোনো কোণে ঘুরতে পারে।
আমাকে যেমন ইচ্ছে তেমন আকৃতি দেওয়া যায়
হৃদয় জুড়ে বেদনার বানর দেয় লাফ বিশাল চমৎকার
রক্তের ভেতরে কষ্টের হাতিটা অনেক বোঝা বইতে পারে
পায়ের দশটি আঙুল দশ রকমের শিস দিতে পারে :
কষ্টের বেদনার হতাশার যাতনার অপ্রাপ্তির ব্যর্থতার উপেক্ষার অবহেলার তাচ্ছিল্যের উপহাসের নিখুঁত শিস
আসেন আসেন বিনা টিকিটে দেখে যান নীল সার্কাস
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে করুণ ব্যর্থ এই সার্কাস।