আমি এক হাতে স্বপ্ন কিনি অন্য হাতে
তোমার দুঃখগুলো;
কোদাল নিয়ে চলে যাই, চষে বেড়াই
স্বপ্নের ভেতর সবুজ ওড়নার নিঃশব্দ দীর্ঘশ্বাস
আর তোমার বুকের মন্দিরে
আমি রাতকে ডাকি যেমন
জোনাকির শরীরে মিশে রাতের গন্ধ।
ঘুমন্ত জলের বুকে যেভাবে সাঁতার কাটে
সদ্য যৌবনে পা দেয়া চাঁদ,
ওর নির্মল মুখের সফেদ আলোয় আমি আঁকি
তোমার স্বপ্ন।
কষ্টের পেয়ালায় আমার শরীর কাঁদে,
তবু আমি তোমার দুঃখগুলো কিনি।
অনাবাদি বুকের মৃত্তিকা খুঁড়ে জন্মাই দুঃখের ফসল।


আমি এক চোখে তোমায় দেখি
অন্য চোখে রাত।