আর একটি বার তুমি ভালোবেসো আমায়;
বেদনা সুখে না হয় আর একটি বার
জড়িয়ে রাখো আগুনের গন্ধ।
এ বুকে আজো বর্ষার কোলাহল,
নোনা জলের নিশ্বাস লেগে আছে;
আর একটি বার না হয় হাত রাখো
এ বুকের গাঢ় ভাঁজে।
শুধু আর একটি বার নিপুণ কারুকার্যময় দুপুরে
তোমার চোখে আমায় পুড়তে দাও
এই দুর্দিনে যদি আমি রই তুমি হীন - ভালোবাসাহীন,
প্রজ্জ্বলিত অগ্নুৎসবে তোমার পাপ হবে;
পাঁচ প্রহরের স্বপ্ন যাবে ঘুমিয়ে।
হঠাৎ কান্না পেলে না হয় তুমি ভালোবেসো,
প্রয়োজনে নিঃশব্দে দেহে নেবো হেমলক বিষ
তবু আর একটি বার তোমার আঁচলে স্বপ্ন দেখতে দাও।


আর একটি বার তুমি ভালোবেসো আমায়।