তুমি নেই বলে ওগো প্রিয়
জল চোখে দেহে নেই প্রাণ,
তুমি নেই বলে ওগো প্রিয়
ব্যাথা বুকে ফুলে নেই ঘ্রাণ।


তুমি নেই বলে ওগো প্রিয়
রিক্ততা চারদিকে করছে বিরাজ,
তুমি নেই বলে ওগো প্রিয়
একাকার হয়ে আছে চিত্তের সাজ।


তুমি নেই বলে ওগো প্রিয়
আনন্দ খোয়ে গেলো পাখির গানে,
তুমি নেই বলে ওগো প্রিয়
রাখালের সুর আর বাজেনা কানে।


তুমি নেই বলে ওগো প্রিয়
সুখ পাখির আর হলো না উদয়,
তুমি নেই বলে ওগো প্রিয়
যৌবনে বারবার এলো পরাজয়।


তুমি নেই বলে ওগো প্রিয়
ভোমরের দল আর আসেনা বাগে,
তুমি নেই বলে ওগো প্রিয়
কাননটা ভরে গেলো শত নাগে।


তুমি নেই বলে ওগো প্রিয়
বেদনার জল কেহ দিলো না মুছে,
তুমি নেই বলে ওগো প্রিয়
সবকিছু মনে হয় একবারে মিছে।