তোমার গমন পথে আমার
লোভ থাকে হরহামেশা
লাল পাহাড়ের মাইয়া তুমি
পা্হাড় হতে আসা!


চোখের নেশায় সকাল-দুপুর–
একলা কাটে। বিকেল কাটে
দূর আকাশের চাঁদ ও তারা
পথ দেখাতে সঙ্গে হাঁটে।


খুব অচেনা পাহাড়টুকু
চোখের পাতায় স্বপ্ন আঁকে
প্রেমিক হলে একটা কেন?
শতো পাহাড় ছুটতে থাকে।


কত প্রেমিক ফাঁসির দঁড়ায়
কত প্রেমিক হৃদয় পুঁড়ায়
আমার মতো ক'জন আছে
পাহাড় চূড়ায় পিরিত জমায়?