আমি কবিতা লিখি--
তোমায় নিয়ে বুকে,
আর তুমি বলো--
কবিতা কী লাল শাড়ি এনে দেবে?
লোভী মেয়ে।
আমার কবিতার মূল্য বুঝনি তুমি।
তাই চলে যাও তুমি।
তোমার ভালবাসা চাইনা আমি।


আমি গান গাই--
একাধারে কোকিলের মত,
আর তুমি বলো-- মনে হয়--
পেঁচার মত।
বিড়ম্বনা মেয়ে তুমি।
প্রিয়জনের সুর বুঝনি তুমি।
তাই চলে যাও তুমি।
তোমার ভালবাসা চাইনা আমি।


আমি এঁকে দিলাম--
লম্বা মাথার কেশ
আর তুমি বলো আঁকা হলো--
পর কারও কেশ।
অহংকারী বুঝনি তুমি।
এই কারুশিল্পীকে চিননি তুমি।
তাই চলে যাও তুমি।
তোমার ভালবাসা চাইনা আমি।