ঢঙের চরাচরে
রঙের ঘর বেধে,
যে ছিলো আমার প্রিয়
অধুনা সে চলে গেছে--
দূর অজানা।


দেখা নেই, কথা নেই,
জীবনের গল্পের--কোনো পর্বে,
সেই জন, এক জন,
তরী নিয়ে ঘাটে এসে
ডাক দিলো তারে।


তার ডাকে সাড়া দিয়ে
বন্ধু প্রিয় সে
উঠে গেল তরীতে,
সেই তরী তার মত
চলল দূরে।


জীবনের অধ্যায়
একবার খুলে দেখো,
চলে যাবে পরপারে
সাথে কি বা নেবে?।