তাকে দেখার আশায়–পাখিদের চোখে নেই ঘুম
তাকে দেখার আশায়–পথঘাট হয়েছে নিঝুম।
তাকে দেখার আশায়–জোনাকির বসেছে মেলা
তাকে দেখার আশায়–বালিকার কাটে না বেলা।


তাকে দেখার আশায়–চাঁদ তারা নেমেছে পাড়ায়
তাকে দেখার আশায়–নীল আকাশ দু'হাত বাড়ায়।
তাকে দেখার আশায়–সাগরের থেমে আছে ঢেউ
তাকে দেখার আশায়–বালিকার বাঁধা পথে কেউ।


তাকে দেখার আশায়–পাহাড়ের নেচে উঠে মন
তাকে দেখার আশায়–ঝর্ণার প্রেম আলোড়ন।
তাকে দেখার আশায়–চারদিকে শত জনমত
তাকে দেখার আশায়–বালিকাটি ব্যাকুল বহত।


তাকে দেখার আশায়–বালিকার দু’পায়ে নূপুর
তাকে দেখার আশায়–বালিকার কেটে গেল ঘোর।
তাকে দেখার আশায়–বালিকার কানে দোলে দুল
তাকে দেখার শেষে–বালিকার ভেঙ্গে গেল ভুল।