প্রিয়তমা—আমি আর আসবোনা,
শতবার ডাকলেও আমি আর ফিরবোনা,
জেনে রেখো, আমার প্রতিটি কবিতার জলছাপে শুধু তুমি মিশে আছো;
প্রিয়তমা জেনে রেখো আমি আর আসবোনা,
আমার শরীর হিম হয়ে আসছে তোমার চুমুতে
প্রিয়তমা আমি আর আসবোনা,
যখনই আমি তোমার কাছে ছুটে যেতে চাই,
লক্ষ ঘাস-লতা জড়িয়ে ধরে আমার পায়ে!
প্রিয়তমা আমি আর আসবোনা,
হে করতোয়া নদী, আমি আর আসবোনা
তোমার জলে পা ভেজাবোনা,
হে জোছনা, আমি আর আসবোনা
তোমার পসরে আর গোসল করবোনা ।
হে মুক্ত মাঠ, আমি আর আসবোনা
তোমার সবুজ অরণ্যে আর হারাবোনা ।
প্রিয়তমা আমি আর আসবোনা,
গল্প বলার ছলে তোমাকে আর কাছে ডাকবোনা;
তোমাকে নিয়ে বর্ষায় কাদা পানিতে নামতে বলবোনা,
প্রিয়তমা আমি আর আসবোনা,
চোখে কাজল দিতে বলবোনা, কপালে কালো টিপ দিতে বলবোনা, চুলটা এলোমেলো করে রাখতে বলবোনা, পায়ে আলতা দিতে বলবোনা, চোখে চোখ রাখতে বলবোনা, হাতে হাত রাখতে বলবোনা ।
প্রিয়তমা আমি আর আসবোনা!
নির্লজ্বের মতো চোখ ফিরে তাকাবোনা ।
প্রিয়তমা আমি আর আসবোনা,
প্রতি মাসে পূর্ণিমার খবর তোমাকে আর জানাবোনা!


—সাব্বির আহমেদ সাকিল
০৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | মঙ্গলবার | ২১ জুলাই ২০২০ ইং | রাত্রি ০৯ টা ৪০ মিনিট