আমি শতবছর অপেক্ষায় থাকব,
কাঙ্খিত পথে ফিরতে।
যেই পথে আছেন নবী রাসুল,
সেই পথটা চাই চিনতে।


নবী আমাদের বলে গেছেন,
কোরাআন হাদিস পড়তে।
যেই পথে আছে শান্তি-সমঝোতা,
ঐ পথটা বলেছেন ধরতে।


আমি আছি ভোগ বিলাসে,
যেমন খুশি তেমন নেচে।
ক্ষণস্থায়ী এ জীবনে আমি,
নরকটাকে নিচ্ছি বেছে।


আজ পরিণতি সুদে আর ঘুষে,
চলছে আমার অসৎ কর্ম।
চাকচিক্যের মোহনায়  ভুলে গেছি,
সরল পথের সঠিক ধর্ম।


আজ বাড়ি-গাড়ী আর প্রাচুর্যতায়,
আমি আছি চুড়ান্ত সীমায়।
জানি কোন এক দিবসে আমায়,
নিতে হবে শেষ বিদায়।