তুমি কি দেখেছো!
আজ সকালটা কেমন?
খানিকটা গুধুলি আর ঝাপসা কুয়াশা।
কৃষ্ণচূড়ার হলদে ফুলে সূর্য দিচ্ছে উঁকি,
অপেক্ষা শেষে নিয়ে এলো নতুন আশা।


তুমি কি দেখেছো!
আজ দুপুরটা কেমন?
ঝিরঝির হাওয়া আর নির্মেঘ রোদ্দর।
ঝলমল আলোতে ধূলো-বালি উড়ে চৈত্রের দুপুর,
অপেক্ষা শেষে আকাশ ডাকে বৃষ্টি পড়ে ঝরঝর।


তুমি কি দেখেছো!
আজ বিকালটা কেমন?
আকাশে সাতরং আর সোনালী আলোয় ভিন্ন ভিন্ন খেলা।
পাখি কলরব জন কোলাহল যানবাহন হলো বন্ধ,
অপেক্ষা শেষে মাঠ-ঘাট ফাঁকা নেমে আসছে সন্ধ্যা বেলা।


তুমি কি দেখেছো!
আজ রাতটা কেমন?
আলোয় আলোয় জোনাকি আর তারকা রাজির মেলা,
সবাই যখন নিদ্রায় বিভোর আমি আর চাঁদ একা,
অপেক্ষার সময় শেষ হয়েছে পেয়েছি তোমার দেখা।