চমর মুহূর্তে হারিয়ে যাওয়ার আগে
যে হাত বাড়িয়ে দিলে
আমার জীবন কারখানায়
আমি নিঃসংকোচে হাতে হাত রেখে
প্রতিমুহূর্তে ভাগ করে নিই
অতীত, ববর্তমান ও ভবিষ্যতে


আমার স্মৃতিগুলো  তোমাকে ঘিরে
প্রসারিত হতে থাকে ধীরে ধীরে
আমি তোমাকে দেখার আগেই
তুমি জড়িয়ে ধরলে
স্বয়ং আশ্রয়দাতা রূপে...