জন্মাবার আগে কিংবা পরে
পূর্ব পুরুষদের মুখে শুনিনি
কিংবা দেখিনি
চারপাশের কালচে আগুন
দিন-রাত পুড়ে অতীত , বর্তমান , ভবিষ্যৎ
প্রতিজ্ঞাবদ্ধ অনুমতির
নিজের দুয়ারেও তোমাকে স্পর্শ করবো না
তলায় তলায় , আমি তলিয়ে যাচ্ছি
কেউ নেই কাছাকাছি
তবুও মৃত্যুভয়
মৃত্যুর সময়ও, তুমি দূরে দূরে যাও
আমার হাত ছাড়লেও তুমি
কোটি কোটি হাতের স্পর্শ নেবে
আমার ধারণা থেকে জন্ম নেবে
একমুহূর্তে বিশ্বাসের পৃথিবী।