দানবের  ছদ্মবেশ
শক্তিমান ছায়া ঘেরা রূঢ় হৃদয়
সময়ের দীর্ঘতা
এক লহমায় স্তব্ধ করে
মুহূর্তের চিন্তা  শঙ্কিত এ পৃথিবী  


কোনো পথ নেই আর
বিশ্বাস হেঁটে চলে আমার হৃদয়ে
আঁধারে কাতর আকুতি ঝিঁঝি অপেক্ষায়    
নিশুতি রাতে ঘুমের গভীরে-
কত জীবন ডুবে যায়!


অবসাদ এতো লক্ষ কোটি মানুষের
শেষ দেখে  অসুর করোনা
তোমারই চেনা এই পৃথিবীতে


এই অসুখী সময়ে  তুমি এলে
আসলে তোমায় পড়ে মনে
তোমারও সাহিত্যে পেয়েছি প্লেগের ইতিহাস
তোমার গানের সুতো আজ
আকাশে জুড়েছে নক্ষত্রের সাথে
শান্তি- প্রেম - ক্ষমা  আজ ক্ষীণ হয়ে আসে
তারই মাঝে তোমারই প্রেম
এই পৃথিবীতে শান্তির আশ্রয়
শুধু অঞ্জলিপুট  স্তরে স্তরে সাজানো  
আজ  এ পৃথিবী  তোমার অপেক্ষায় ...