এক আকাশ হৃদয়ে  এক তরুণ বলে যায়-
পরিচয় নিয়েই দাঁড়াতেই হবে
প্রতীক্ষা আর প্রতিশ্রুতির কিছু  নরম বিশ্বাস আছে
সাহস আর ভালোবাসায় কিছু অদ্ভুত সবুজ আছে
পরিশ্রমে অনবদ্য জোয়ার আছে
তবু্ও জীবন সামান্য  
অতএব  প্রাসঙ্গিকতায় উপাদান সাজাও


অন্ধকার, মেঘলা আকাশ, বিষণ্ণতা-
ক টি কথা সরল বাক্যের প্রবাহে নাচে
তরুণের আধ ছেঁড়া পোশাক, ক্ষত চিহ্ন বুক, চোখেতে চলার আহ্বান আর অগাধ স্বপ্নের ছায়া
মুখে ভালোবাসার হাসি  


একফালি চাঁদের নীচে দুঃখ বোনে
সুখের খোঁজে দুঃখে পুড়ে
পথেরমাঝে মাঝপথে  
অবলীলায়  - নির্ভয়ে  সংলাপে
এক তরুণ।