শোন, তোমাকে বলি
তোমার হাতে কত প্রাণ?

তুমি হাসি দিতে পারো?
জাগিয়ে দিতে পারো শহর - গ্রাম?

তোমারও চোখে জল?
সে তো পৃথিবী জুড়ে সবার চোখে
কত পরিবার শবের মর্গে
এ যেন শুধু মিছিল আর মহামিছিল

তোমার পরিবার?
খুঁজে পেয়েছি শ্মশান মেলায়!!