তোমার বোশেখ আলতা-নূপুর আমার বোশেখ খরা;
তোমার বোশেখ আমার বোশেখ যায় না একই ধরা।
তোমার বোশেখ পান্তা-ইলিশ পহেলা বৈশাখে;
আমার বোশেখ ঝড়-কবলের কান্না হয়ে থাকে।
তোমার বোশেখ লাল পেড়ে আর সাদা শাড়ির মায়া;
আমার বোশেখ বুক আগুনে ঝলসে যাওয়া কায়া।
তোমার বোশেখ নাগরদোলার উদ্ভাসিত হাসি;
আমার বোশেখ নাগর বিহীন সাগর পাড়ের ফাঁসি।
তোমার বোশেখ আমের বিয়ে শাদা ফুলের ঝাঁকে;
আমার বোশেখ তপ্ত দুপুর রপ্ত করে রাখে।


তোমার বোশেখ আমের মুকুল, কাঁঠাল ছায়ার গান;
আমার বোশেখ আমের আঠা কষ্ট রাজার দান।
তোমার বোশেখ গাছ-গাছালির স্নিগ্ধ রূপের ঝুঁড়ি;
আমার বোশেখ ছন্নছাড়া লাটাই বিহীন ঘুড়ি।
তোমার বোশেখ কৃষ্ণচূড়া লাল গালিচার বাগ;
আমার বোশেখ নিঠুর রবির ঝলসানো এক রাগ।
তোমার বোশেখ জারুল ফুলের পারুল সাজার দিন;
আমার বোশেখ কাঁঠাল কাঁটার ক্ষত অমলিন।
তোমার বোশেখ রাখাল ছেলের মধুর বাঁশির সুর;
আমার বোশেখ বিষ মাখানো বিষের বিশেষ নূর।
তোমার বোশেখ সবুজ মাঠের নরম ঘাসের ছোঁয়া;
আমার বোশেখ আগাছাদের জুম পুড়ানো ধোঁয়া।

তোমার বোশেখ তোমার বুকে জাগায় সুখের রেশ;
তোমার বোশেখ তোমার কাছে আবেগের এক দেশ।
আমার বোশেখ কালবৈশাখীয় ভেঙে পড়া ঘর;
আমার বোশেখ ভাঙা চালে আল্লাহ দেখার ডর।


২২-ই মে, ২০২২
লামা, বান্দরবান।
#