মনে রাখিস্ কাব্য শুধু অনুভবের রাস্তা না;
কাব্য হলো বীর-সাহসীর সত্যকথার আস্তানা।
কাব্য শুধু নয় প্রেয়সীর মিঠা মিঠা আলাপন;
কাব্য সে তো অগ্নিচোখ আর মুষ্টিবদ্ধ জ্বালা পণ।


মনে রাখিস্ কাব্য শুধু শব্দ চাষের খামার না;
কিংবা কবি সেজে করা মিথ্যে প্রেমসমাচার না।
কাব্য নাশে সমাজ হতে মরীচিকার আল্পনা;
কাব্য সে তো দংশিত গান মিছার জম ও কাল ফণা।


মনে রাখিস্ কাব্য শুধু মিষ্টি-মধুর গল্প না;
কাব্য হলো তুফান-ঝড়ে ভাসিয়ে দেয়ার কল্পনা।
কাব্য শুধু নয়ত ওরে হৃদয় কাড়া সিক্তগান;
কাব্য মানে রক্ত-শিরায়  নিম ঢালা সে তিক্তপ্রাণ।


মনে রাখিস্ কাব্য শুধু স্মৃতির দেয়া মন্ত্র না;
কিংবা কবির মনগহীনে ভাসা কোনো যন্ত্রণা।
কাব্য সে তো মাতম তোলা মাজলুমানের অন্তরা;
নয় তো সে যে সত্য ভেজে জ্ঞানী সাজার পণ ত্বরা।


মনে রাখিস্ কাব্য শুধু কলম-কালির বর্ণ না;
কাব্য সে তো ছন্দ মাঝে সত্যসেতুর বর্ণনা।
কাব্য করে নাস্তানাবুদ জুলুমবাজী-অত্যাচার;
কাব্যমাঝেই পাবে তুমি মানবতার মুক্তিদ্বার।