আমি সেথায় যেতে চাই
যেথায় আছে ,
আমার প্রাণের রাই ;
আমি সেথায় যেতে চাই।


আমি এমন হৃদয় চাই ,
বিরহে পুড়ে , হয়েছে ছাই;
আমি সেথায় যেতে চাই।


কেউ আমাকে বাসে না ভালো ,
মত্ত যে যার কাজে;
এখন যে আর জ্বলে না আলো
আমার গ্রামের সাঁঝে।


দূরপাল্লার উদ্দেশ্যে আজ
রাস্তা খুঁজে যাই;
যে দেশ ভরা সুপ্ত আলোয় ,
সেথায় যেতে চাই।


হাঁটছি আমি আলোর খোঁজে,
চোখ ধাঁধানো ধরিত্রিতে।


কেউ আমাকে দেবে আলো?
আলতো করে স্পর্শ দিয়ে,
কেউ কি বাসবে ভালো?


আজকে না হয় থাক !
অন্ধকারে আমার হৃদয় ;
না হয় পুড়েই যাক।


কালকে আবার আসবো ঠিকই,
খুঁজতে আলোর রেশ।
খুঁজে পেলে খবর দিয়ো,
"আমার আলোর দেশ"।