তুমি চেয়েছিলে "ভালবাসা",
আমি দিয়েছিলাম ;
দিয়েছিলাম এক বুক ভালবাসা,
তবে হৃদপিণ্ড অবধি পৌঁছানোর সাধ্য
তোমার ছিলো না।


তুমি পারনি, আমার অভিমানের শক্ত পর্দা ভেদ করে
কম্পনরত দুই নিলয়কে স্পর্শ করতে ;
হয়তো, তোমার ছোঁয়ায় স্তব্ধ অলিন্দ দুটোও
সচল হওয়ার সুযোগ পেতো।


তুমি পারনি সেই অলিন্দে নিজের জায়গা করে নিতে,
তুমি পারনি, নিলয়গুলোতে নিজের আধিপত্য বিস্তার করতে ;
তুমি পারনি, তুমি পারনি ভালবাসতে ,
কিছুই পারনি তুমি, ব্যর্থ তোমার ভালবাসা।


আমি পেরেছি, আমি অনেককিছুই পেরেছি
তোমাকে স্বাধীনতা দিতে পেরেছি ;
মুক্ত বিহঙ্গের ন্যায় উড়তে দিতে পেরেছি,
তাই আজ তুমি স্বাধীন।


তবে নিয়তির পরিহাসে সেই স্বাধীনতাটুকুও
তুমি পারলে না উপভোগ করতে,
লাজ-লজ্জাহীনের ন্যায় আবারও জড়িয়ে গেলে
অচেনা মানুষের নিশ্চয়তাবিহীন ভালবাসার মায়াজালে।


পরাধীনতার শিকল খুলে আজ আমি মুক্ত,
তুমি বন্দি ;
মোহ - মায়ার আগল চিরে আজ আমি স্বাধীন,
তুমি পরাশ্রয়ী।


যদি এইরূপ জীবন নিয়েও তুমি ভালো থাকো,
তবে তাই হোক ;
যাযাবর মন তোমার ভালবাসা খুঁজুক,
যে ভালবাসাকে তুমি করেছিলে অগ্রাহ্য।