আমি ভালোবাসার নামে ব্যাবসা করেছি,
সে ভালোবাসার দামে ভালোবাসা কিনেছে ;
শুরুতে বলেছিলাম, "পাশে থাকবে তো চিরদিন?"
উত্তরে শুনেছিলাম, "বদলে যাবে না তো কোনদিন?"


বদলে গেলাম, হ্যাঁ বদলে গেলাম। বেশিদিন পারলাম না
ভালো সাজার অভিনয়টা চালিয়ে যেতে ;
হয়তো বা পরিস্থিতিই ঘটালো বদল,
আমি তো কখনোই চাইনি বদলে যেতে।


আমি কি আদেও কখনও ভালো ছিলাম,
নাকি ভালো খারাপের মিলন সৃষ্টি করেছে আমাকে?
যে আমার ভালো রূপকে ভালোবেসেছে,
সে আর কীভাবে আগলে রাখবে আমার খারাপ আমি কে?


আমি বুঝিনি তার ভালোবাসা শর্তের জালে জড়ানো,
আমি বুঝিনি ভালোবাসতে গেলে লাগে চুক্তিপত্রে সাক্ষর;
আমি মেটাতে পারিনি তার চাহিদা,
তাই সেজে ওঠেনি আমাদের পরিণয়ের বাসর।


সে আজও ঘুরে মরে ভালোবাসার খোঁজে ,
প্রশ্ন একটাই, আদেও কি সে ভালোবাসা বোঝে?
তার কাছে ভালোবাসা মানে শুধুই বিনিময়,
তার শহরে চাহিদা পূরণেই ভালোবাসা হয়।