দোলনা দোলে দাওয়ার উপর
শালিখ পাখি চালে ;
তপ্ত রোদে লাউ মাচাটার
সবুজ পাতা জ্বলে।


মেঝের উপর ছোট্ট খোকা
হামাগুড়ি দেয় ;
হঠাৎ মাকে দেখতে পেয়ে
মায়াবী চোখে চায়।


মা বোঝে তার খোকন সোনার
ঘুমের সময় হলো ;
তাইতো বলে , "পুচকু সোনা ,
ঘুমের দেশে চলো।"


দুপুররোদে নূপুর বাজে
ঘুমপাড়ানি গানে ;
নয়নজুড়ে নিদ্রা নামে
মায়ের সুরের টানে।


কোল জুড়ে মা'র বিরাজ করে
ঘুমন্ত তার খোকা ;
মায়ের মুখে স্বস্তির ছাপ ,
লাগে না আর একা।


ঘুমপাড়ানি গান গেয়ে মা
পরীদের কথা কয় ;
মা - ছেলেতে ওই দুপুরে
ঘুমের দেশে যায়।