"ওহে নাস্তিক, তুমি ঘৃণ্য,
বৃথাই তোমার এই জীবন ;
এর চেয়ে অধিক ভালো
তোমার অকাল মরণ।


এতে হবে এ জগতের
চিরতরে মঙ্গল সাধন;
দেবতাকে না মানিলে
অভিশপ্তসম এই ত্রিভুবন।"


হেসে বলে নাস্তিক,
"বলো কী নারানের বাপ!
তবে আমি পাপী,
করে চলি ঘোরপাপ?


তোমরা যে দিনেরাতে বড় বড় মন্দিরে
চেয়ে থাকো দেবকর ;
তার বেলা ভাবো না তো ,
এ কি নয় অনাচার?


শোনো বলি আজ তবে,
কেউ নয় খাঁটি ;
যদি কহ সত্য
খেয়ে যাবে চাঁটি।


যখন যে যেভাবে পারে
আমাদের ট্যাঁক মারে ;
ধর্মের নামে সব
জালিয়াতি করে।


যদি থাকে ভগবান, তবে কেনো শত নাম?
এক নামে চিনতো ;
রহিমের ভাই আর চার্লসের কাকারাও
মন্দিরে আসতো।"


আস্তিক চুপ রহে
কোনো কথা বলে না ;
কী বা দেবে উত্তর,
কিছুই তো জানে না।


ধর্মের নামে তারা
করে চলে বিভাজন ;
মূর্খরা বোঝে না,
চুপ থাকে গুণীজন।


কথা হলো, কেউ নয়
আস্তিক , নাস্তিক ;
এ সমাজে সব বোকা,
সবকটা যান্ত্রিক।