যদি একশো বছর পরে      আবারও আসি ফিরে
           মায়াময় ধরিত্রীর বক্ষ মাঝারে;
কোলাহল হতে দূরে    শান্ত পাখিদের নীড়ে
           যেতে চাইবো বারে বারে।


যেখানে সবুজ ঘাসের পরে    ফড়িংয়েরা খেলা করে
                    সুবর্ণরেখার তিরে ;
যদি বসন্ত নাই বা আসে    পাষাণ শীতের শেষে
                  আমার স্বপ্নের দেশে,


তবুও চাইবো যেতে   বসন্তহীন পথে
         চঞ্চল ঢেউয়েদের সাথে ;
কৃষ্ণচূড়ার দেশে       অন্য কোনো বেশে
        যাবো স্রোতে ভেসে ভেসে।


ঝরাপাতা যাবে উড়ে     কোনো এক মৃদু ঝড়ে
               একশো বছর পরে,
নতুন জীবনের সাথে     কোনো এক নব প্রভাতে
           যদি আবারও আসি ফিরে।