দেশ জুড়ে আজ ভ্রষ্টাচার,
নিরীহ মানুষের হাহাকার
চলছে অবিরাম;
গুনীজনেরা খেলছে জুয়া
লুকিয়ে নিজের নাম ।


খুন ধর্ষণ জালিয়াতিতে
ছেয়ে গেছে এই ভুবন ;
সংসারে আজ মনন্তর ,
অতিষ্ঠ এই জীবন ।


সোনার বাংলায় লৌহ মানব
ফলায় নিজের অধিকার ;
ক্ষমতা পেলে , যে যার মতো
চালায় অত্যাচার ।


মেলে না ঠাঁই , পায় না রেহাই
স্বল্পবিত্ত মানব ;
বিত্তশালী মহাজন আজ
মানুষ রূপী দানব ।


মনুষ্যত্ব আজ আগুনে পুড়ে
হয়ে গেছে নিঃশেষ ,
অরাজকতার অন্ধকারে
আজকে গোটা দেশ ।


ধর্মগুরু ব্যবসা করে
ধর্ম বেচে যায় ;
কে যে গুণী , আর কে খুনি
চিনতে পারা দায় ।


প্রতিভাবান মধ্যবিত্ত
শেষের সারিতে রয় ,
বেনামী ওই শিক্ষাকেন্দ্রে
বিদ্যা বিক্রি হয় ।


ভারত মায়ের এ কি দশা !
হারিয়ে ফেলেছি মুখের ভাষা ;
নেতাজি - গান্ধীর এই ভুবন আজ
দুর্নীতি তে ঠাসা ।