মনের অন্তর হতে আসা অনুভূতি গুলো কখনোই মিথ্যে হয় না !
যার তার জন্যে এই মন কাঁদে না,
যাকে তাকে প্রেমের বাঁধনে বাঁধতে চায় না,
যাকে তাকে আপন করতে চায় না ;
কারণ, সবাইকে ভালোবাসা যায় না।


কিছু নির্দিষ্ট মানুষ থাকে,
যাদের জন্য এক ছায়াপথ দূরত্বও
খালি পায়ে হেঁটে পার করে দেওয়া যায়,
যাদের জন্য হাজারটা বসন্ত ধরেও অপেক্ষা করা যায়,
যাদের জন্য আটলান্টিকের বুক থেকে তুলে আনা যায় চকমকি পাথর।


তারা বাস করে আমাদের মনের প্রত্যেকটা অলিন্দে,
এবং, প্রতিটা নিলয় জুড়ে থাকে তাদের আধিপত্য।


শেষ বেলায়, তাদের মধ্যেই কিছু মুখোশ ধারি প্রাণের আত্মপ্রকাশ ঘটে।
যারা অনুভূতি নামক বস্তু টিকে গলা টিপে করে দেয় নিহত ;
এবং, এই ভাঙ্গা হৃদয় টাকে চিরকালের জন্য করে যায় আহত।