সেই তুমি আজ, ভিন্ন গানের
ভিন্ন কোনো সুর ;
সেই তুমি আজ, আমি হতে
আলোকবর্ষ দূর।


যে তুমিটা আমি বিনে
বড্ড বেরঙিন ;
সেই তুমিটাই নতুন কে আজ
করেছে ভীষণ রঙিন।


অন্য ঘরেতে আমার তুমিটা
সাজিয়েছে সারা বাড়ি ;
আমায় ছেড়ে সেই তুমি আজ
অসীমে দিয়েছে পাড়ি।


যে তুমিটা একটা সময়
বলেছিলো ভালোবাসি ;
সেই তুমিটাই বিদায় জানালো,
বলে দিলো, "আজ আসি"।


স্বপ্ন দেখানো সেই তুমিটা
ভেঙ্গে দিলো এই হৃদয় ;
শেষবেলাতে হাসতে হাসতে
জানালো চির বিদায়।