আমি এক নি:স্ব শ্যামরাই
..................….....✏
মোহাম্মদ সহিদুল ইসলাম

হেসে তুমি উড়িয়ে দিলে,
যখন আমি বলেছিলাম তোমায় ভালবাসি,
মিছে নাকি বাস্তব ছিলে,
তোমার ওই মিষ্টি মুখের নিত্য নির্মল হাসি।
আজো আমি নিরালায় বসে ভাবি,
নাইবা যদি বাসবে আমায় ভালো,
তবে কেমন করে তোমার জেল্লা
আমার হৃদে জ্বেলেছিলো আলো।

লেলিনের ঐ মার্ক্সবাদ তত্ত্বের মত
এমন তত্ত্ব চাই,
যে তত্ত্বে প্রেম স্বাধীকার পাবে,
অবজ্ঞা বিদ্বেষ নাই,
যে দর্শনে প্রভেদহীন ভালবাসার
হবে জয়জয়কার,
যেখানে নাই কোন ভালবাসার
অবহেলা-অনাচার।
আমি প্রনয়ে ভরা তেমনি এক
প্রেমপূর্ণ ধরণী চাই,
যদিও নৈতিক ভালবেসে,
আমি এক নি:স্ব শ্যামরাই।

নন্দনতত্ত্বে ডেভিড হিউমের সৃষ্টি
'ট্রিটাইজ ইউম্যান ন্যাচার'
ডেভিড হিউমের মতে বিধাতার সৃষ্টি সৌন্দর্য,
ব্যাখ্যা মিলেনা তার,
তেমনি তোমার রূপের ব্যাখ্যা করবো
এমন সাধ্য কি আমার আছে?
তোমার রূপ নিয়ে যতই লিখি, হবেনা তা শেষ,
স্বপন শুধুই মিছে।

#সহিদুল
#সহিদুলের_কবিতা
#প্রেমের_কবিতা
#ভালোবাসার_কবিতা