ও কুনো ব্যাঙ ও কুনো ব্যাঙ,
করছ তুমি কি?
এই দেখ না তোমার জন্য
রশি এনেছি।


ও...মা......মা...... মা......
বলছ তুমি একি!
রশি দিয়ে বল,
করবে তুমি কি?


শোন বন্ধু কুনো ব্যাঙ,
বাধবো আমি তোমার ঠ্যাং,
চালাবো হাওয়ার গাড়ি,
যাবো চাঁদের বাড়ি।


শোন ছোট্ট বন্ধু,
বলি মিনতি করে।
রশি দিয়ে বেঁধে,
টানবে বুঝি মোরে!
এমন কাজটি কভু,
কেউ না যেন করে।
তাহলে যে বন্ধু,
যাব আমি মরে।


মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)