হাই জাম্পের কাঠি ক্রমশ ওপরে ওঠে উঠুক
এসো এবার লাফানো থামিয়ে জল ঢালি বাগানে
সেখানে ঘাসফুলের পাশে সূর্যমুখীও ফুটুক

আমি জেনেছি তুমিও জেনেছ চূড়ান্ত ভবিতব্য
সূর্য দেখি রোজ উষসী থেকে আর এক উষসী
ছুটে যাওয়া ব্যাটন তুলে দেয়া সুচারু কর্তব্য

হাই জাম্পের কাঠি ক্রমশ ওপরে ওঠে উঠুক
এসো কিছু কবিতাই রেখে যাই সবুজের কাছে
সেখানে ঘাসফড়িঙের পাশে অলিরাও জুটুক

আমি মেনেছি তুমিও মেনেছ চূড়ান্ত ভবিতব্য
সূর্য দেখ রোজ  উষসী থেকে আর এক উষসী
একটা হাত অন্যের পিঠে রেখে হয়ে যায় সব্য'

হাই জাম্পের কাঠি ক্রমশ ওপরে ওঠে উঠুক
এসো কিছু কবিতাই রেখে যাই সবুজের কাছে
সেখানে ঘাসফড়িঙের পাশে অলিরাও জুটুক।