শৈশবের সেই দুষ্ট সময়ে
দেখা মিলেছিল তোমার
হঠাৎ কোনো দাবি নিয়ে
বলিনি তুমি আমার
                  
একই বেঞ্চে বসতাম দু'জন
দেখতাম হৃদয় ভরে
যাযাবর আজ দুটি জীবন
কাঁদে ক্লান্তির স্বরে


ভাবতে গেলেই অশ্রুস্বজল
অধমের মণিকোঠায়
পাব না কভূ শৈশব মোদের
কেটেছে রঙ্গে যেথায়


আমি তো যাব ফিরে কিন্তু
তুমি তো বাবার নীড়ে
জপি যে তোমায় অহরহ সময়
হাজার লোকের ভীড়ে


একটা প্রশ্ন তাড়া করে আমায়
বেকারার করে তোলে
ভাববো তোমায় টর্ণেডোর সময়
সলিল সমাধি হলে