সীমাহীন শূন্যতায় ঘিরে আছে চারদিক
মরুময় উদ্যানে বসে  আমি দিশেহারা,
বুকের গভীরে জমে কত শত যাতনা
ঘুম নেয় খেয়ে স্বপ্নগুলোও আজ অধরা।


নীল নীল বেদনা ঘন কালো মেঘ হয়ে
জমে জমে ভরে দেয় আমার আকাশ,
গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়ে ভিজে যায় আমার সব
বজ্র হয়ে কেড়ে নেয় আমার সজীব নিঃশ্বাস।


খোলা উঠানে কত শত পোড়া শব পড়ে
হৃদহীন আমিও পড়ে রই নিঃশব্দে নিরবে,
পোড়া পোড়া গন্ধ গুলো মিশে বাতাসে
মেঘ হয়ে আগমনী বর্ষায় গন্ধ বৃষ্টি ঝরাবে।