(উৎসর্গঃঃ এই প্রজন্মের শিশু কিশোরদের)


প্রকৃতির আদালতে আমি আজ  নালিশ জানাতে এসেছি
সেই সব শৈশব চোর সর্বভুক সর্বগ্রাসী শ্বাপদদের বিরুদ্ধে
যারা আমাকে বঞ্চিত করেছে অমৃত মাতৃদুগ্ধ পান করা থেকে
যাদের জন্য পাইনি আমি মায়ের স্তনবৃন্তের স্বাদ
যাদের জন্য ফিডারের কৃত্রিম বৃন্ত আমাকে করেছে ভীষণ বিষাদ  
যাদের জন্য পবিত্র অঙ্কদেশে শুয়ে শুয়ে দেখিনি মায়ের প্রিয় মুখ
যারা মায়ের উরোজে বক্ষবন্ধনী বেঁধে আমাকে বঞ্চিত  করেছে
                                     নাড়ী চক্রের মধুময় সঙ্গীত থেকে
তাদের বিরুদ্ধে আমি প্রকৃতির আদালতে বজ্রনির্ঘোষ নালিশ জানাতে এসেছি


একদল নির্লজ্জ শৈশব চোর সর্বভুক শ্বাপদ আমার শৈশব নিয়েছে কেড়ে
আমি হামাগুড়ি দিতে পারিনি প্রিয় জন্মভূমির নিভাঁজ মাটিতে
আমাকে বন্দী করা হয়েছে আকাশচুম্বী হাইফাই এপার্টমেন্টের নির্জন ফ্ল্যাটে
আমি কেন হিরণ্যগর্ভ থেকে শুনিনি প্রজাপতির অবাধ উন্মুক্ত উদাত্ত আহ্বান
আমি কেন পাইনি ধূলামিশ্রিত চিরকুমারী মাটির ঘ্রাণ
আমি কেন পাইনি সবুজ ঘাসের মার্জিত কোমল পরশ
আমি কেন পাইনি প্রিয় পিতামহের দু’হাতে তোলা আকাশের আরশ
আমি কেন পাইনি উদরিনী মায়ের গ্রন্থিতে গ্রন্থীর সৃজিত সহোদরের আগমনী বার্তা বাণী
আমি কেনো পাইনি স্বেদাক্ত ঘর্মাক্ত পিতার হাতে লাঙলের ছোঁয়া খানি
আমি কেনো পাইনি পাড়াপড়শিদের কোলে কোলে দোলা
আমি কেনো পাইনি সুবর্ণ সোনালি ধানের ক্ষেতে আকাশটা খোলা
তাই আমি প্রকৃতির আদালতে  আজ নালিশ জানাতে এসেছি
সেই সব শৈশব চোর সর্বভুক জান্তব শ্বাপদদের বিরুদ্ধে


একদল শৈশব চোর সর্বভুক পাষাণ শ্বাপদ আমার শৈশব নিয়েছে কেড়ে
আমি খেলতে পারিনি হাডুডু গোল্লাছুট কানামাছি আরও কতো খেলা
কেন তোমরা আমার হাতে  তুলে দিয়েছ প্রাণহীন খেলনা মেলা
কেন তোমরা কেড়ে নিয়েছ আমার খেলার মাঠ
কেন আমি শৈশবে পাইনি বাল্য শিক্ষার আরাধ্য  পাঠ
আমি কেন দিদিমার কোলে শুয়ে শুয়ে
          শুনতে পাইনি ঠাকুমার ঝুলির রাক্ষসের গল্প


আমি কেন প্রজাপতির রং মেখে আকাশে পারিনি উড়তে
আমি কেনো পারিনি বালুচরে আমার খঞ্জনা ঘর গড়তে


আমি কেন শুনতে পাইনি শুকনো পাতার  মর্মরধ্বনি
আমি কেন পাইনি উনুনের পাশে আগুনের রোশনি


তাই আমি প্রকৃতির আদালতে  আজ বলিষ্ঠ  নালিশ জানাতে এসেছি
সেই সব শৈশব চোর সর্বগ্রাসী সর্বভুক শ্বাপদদের বিরুদ্ধে
যারা আমার হাতে তুলে দিয়েছে উগ্র পানীয় যন্ত্র দানব
যারা আমার ধমনী শিরায় বসিয়েছে অপটিক্যাল ফাইবার
যারা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ছিনিয়ে নিয়ে বাতাসে
ছড়াচ্ছে মরণ বিষ
যারা ভূমি খেয়ে নদী খেয়ে সবুজ বনানী খেয়ে
বিস্তীর্ণ বনে দাবানল জ্বালিয়ে
নির্মম ভাবে আমার শৈশব নিয়েছে কেড়ে  


আমি সেই সব
শৈশব চোর সর্বভুক নির্লজ্জ শ্বাপদদের বিরুদ্ধে
প্রকৃতির আদালতে আজ নালিশ জানাতে এসেছি,
আমি তাদের বিরুদ্ধে প্রকাণ্ড নালিশ জানাতে এসেছি,
আমি তাদের বিরুদ্ধে নির্মম নালিশ জানাতে এসেছি।