আজো তোমার পথ পানে চেয়ে আছি প্রিয় রাসূল,
তোমার দেখা পেতে দুই নয়ানে মোর হৃদয় ব্যাকুল।
নিখিল রাত্রি তব প্রতিক্ষায় রাত জাগে কবি,
শুধু একবার আঁখিপাতে ধরা দাও মোরে প্রিয়নবী।
কাটেনা দিবস, কাটেনা রাত তোমার অপেক্ষায়,
তোমারে লয়ে ভাবি প্রিয়নবী একাকী নিরালায়।
তোমার প্রেমের গাহি গান,বসে রচি কবিতা,
তুমি এসে শুনায়ে যাও আজি শান্তির বারতা।
দিবসের শেষে হেরি পশ্চিমে সূর্য পড়েছে ঢলে,
রাত্রির বুক চিরে পূর্ব দিগন্তে রবি উঠে গগনকোলে।
কত দীর্ঘ বছর,কত দীর্ঘ মাস পেরিয়েছে হায়!
তবু তোমার দেখা মোর এ আকুল নয়ানে নাহি পায়।
গেঁথেছি বকুল ফুলের মালা কন্ঠে তব পড়াব বলে,
তব কথা ভাবি যবে সব ব্যথা যাই ভুলে।
বাদল আশায় উর্ধ্ব পানে চেয়ে রয় যেমনি চাতক পাখি,
তেমনিভাবে তব শ্রীমুখখানি দেখিতে বিয়াকুল দুটি আঁখি।