নিরাপত্তা নেই যেখানে,স্বাধীনতার প্রশ্নই উঠে না-
কেবল বিপন্নতার স্রোতে ভাসে নারী।


এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ,নারী নির্যাতনের মুক্ত ময়দান।
শুধু শারীরিক নয়,মানসিক নির্যাতনের শিকার হয় প্রতিদিন।


এই ভারতবর্ষেই গণচেতনা,মানবতার মূল্যায়নে
জন্ম নিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-প্রীতিলতা ওয়াদ্দার।
যে দেশে নারী আন্দোলের এত নিশানা,
এখনও সেই দেশে সীতা-সাবিত্রী-বেহুলাদের মত
নিষ্পাপ নারীরা,খুন হয়ে আসছে।


পুরুষতন্ত্রের নষ্ট নিয়মই খুনি।...


প্রতিদিন চোখের সামনে ভেসে ওঠে একটা মৃত লাশ-
তোমার মানসিক মৃত্যুতে মানবতা চাপা পড়ে যায়,


তোমার ব্যর্থতাকে অনায়াসেই গ্রহণ করে নিতে পারতাম
শুধু সমাজ-ধর্মের ভয়ে নিজেকে বিরত রাখতে হল।