আমি কথা বলার স্বাধীনতা হারিয়েছি,
ভূমিষ্ঠ হয়েই। আমি মেয়ে--


মেয়ে হয়ে জন্মানোই ছিল অপরাধ,আমি অপরাধী।
ধূলোর আস্তরণে চাপা পড়ে যায় আমার সব স্বপ্ন।


দাম্পত্য জীবনের স্বপ্ন দেখিনি কখনও,
তুমি শিখিয়ে ছিলে হাত ধরে পথচলা।


দাম্পত্য জীবনেও বুঝিনি তোমার ভালোবাসা,নাকি ক্ষুধা।
বড় প্রিয় ছিলাম,এখন তোমার অপছন্দের নয় ঘৃণার তালিকায়।


পুরানো হয়ে গেছি,তৃপ্তি নেই । পাশে মানায় না আমায়,
ঘৃণায় দূরে ফেলে দিলে,যা খুশি তোমার,ভালো থেকো প্রিয়।...