দক্ষিণা দুয়ারে ফাগুনের হাওয়া,
কোকিলের কণ্ঠে বসন্তের আগমনী গান।
ফুলে ফুলে ভ্রমরের খেলা,
গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা।
প্রকৃতির সব কিছু জানান দেয় ফাল্গুনের।
হৃদয় বলে,"আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুঁয়েছে মনে;মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে"।


"ফাগুনের রঙে রেঙেছো তুমি,না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি"?


কেউ আছো কি এই শেষ বেলায়,
বসন্তের প্রভাতে দ্বার খুলে বুকের কাছে টেনে নিতে?
স্মৃতির মনিকোঠায় লেগেছে আজ ফাগুনের হাওয়া,
হাতের সব কাজ ফেলে সামিল হতে বড় সাধ হয়,এই বসন্তে।


কোকিলের কুহুধ্বনি'তে,
মনে পড়ে কৃষ্ণের বাঁশির মূর্ছনায় রাধার ছুটে যাওয়া অভিসার।
আবিরে ভেসে যাওয়া বাঙালির সেই ইতিহাস।...


বসন্তের ছায়ায় মিশে থাকে রঙ।
বেদনার প্রকাশ হয় সুরে সুরে।
দিন রাতের দোলায় মিশে থাকে অসংখ্য ভালোবাসার কাহিনী।


বসন্তে মানব-মানবীর মনের গভীরে ঘুমিয়ে থাকা হাজার বছরের কাব্যের ব্যঞ্জনা প্রতিধ্বনি,
কড়া নেড়ে যায় মনের মানুষের হৃদয়ের গোপন কুঠরিতে।


রামধনুর সাত রঙ নেমে আসে ধরণীর বুকে।
দখিনা বাতাসে বাঁশির সুরে মূর্ছনায় দুলে উঠে প্রেমিকের মন।
আনমনে তাই তারা গেয়ে ওঠে- "ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি।"


কোকিলের কুহু সুরে মেতে ওঠে  প্রেমিক প্রেমিকা,পাড়ি দিতে হয় দুর্গম পথ।
ক্রমশ বীর্যপাতের ফসল সফল কিংবা বিফল।


কারও ভালোবাসার সুবাস ছড়িয়ে যায় বসন্তের ফুলে ফুলে।
কারো ভালোবাসা ব্যর্থতার গ্লানিতে ভরে ওঠে কত শত ভুলে।
এই ভুলের ব্যাপ্তি বিন্দু থেকে সিন্ধু।
ত্যাগ করতে হয় সমাজ,সংসার কখনও বা পৃথিবী।


ভালোবাসায় থাকে যদি শুধুই বিরহ,
কবি কেন নিয়ে আসে বিশ্ব সংসার তন্ন তন্ন করে একশ' আটটি নীল পদ্ম?
হাজার বছর ধরে কেন পথে পথে হেঁটে চলে জীবন, বনলতার ভালোবাসায়।


যে ভালোবাসার আবেশে তরুণ-তরুণী গড়ে স্বপ্নের পৃথিবী,
সেই ভালোবাসার পরিহাসে স্বপ্নের পৃথিবীকে অকালে বিদায় জানায় তারাই।
যে ভালোবাসা পৃথিবীকে পরিণত করে স্বর্গে,
সেই ভালোবাসাই পৃথিবীকে করে তোলে নরকের চেয়েও জঘন্য।


যে ভালোবাসার ফলে সৃষ্টি হয় নবজাতকের,
সে ভালোবাসার ফসল কেন ছুড়ে ফেলে দিতে হয় ছয় তলা উঁচু দালানের উপর থেকে আস্তাকুড়ে, ময়দানে,ডাস্টবিনে।
এক ক্যালেন্ডারের পাতায় কেন ঝরে পড়ে উনত্রিশটি ফুটফুটে শিশু?


যে ভালোবাসায় পিতা-মাতা যত্নে বড় করে আদরের সন্তানকে,
সে সন্তান আবার অন্য নারীর ভালোবাসার মোহে অবাধ্য হয় সেই পিতামাতার?
কেনইবা মায়ের ভালোবাসাকে তুচ্ছ করে বৃদ্ধ মা'কে স্টেশনে ফেলে রেখে পালিয়ে যায় অন্য গন্তব্যে?


তবুও আমি মেতে উঠি সেই বসন্তে।...