বিশ্বের দরবারে বিশে,বিষ ছড়িয়েছ করোনা নামে।
মানুষ আজ ধর্ম-সম্প্রদায় ভুলে,একই খাঁচায় বন্দী।


পশুপাখি স্বাধীন কেবল,তারাই পথচারী।
পথে পথে দলে দলে চলে,শবের শোভাযাত্রা।
করোনার গুঞ্জনে আতঙ্কিত,অন্দর মহল।
আবাল-বৃদ্ধ-বণিতার আর্তনাদ
জেগে উঠে আকাশে আকাশে।
এ চীন তুমি কেমন সভ্যতা?


কত কোটি মানুষের লাশ চাও?
তারই শোধ তুলে নাও--হে চীন সভ্যতা শয়তান।


নব দম্পতির প্রথম রাত,তোমার অত্যাচারে কবর।
বিধাতার একি অভিশাপ
জন শূন্য রাজপথ,রাত্রির আকাশ।
এ চীন তুমি কেমন সভ্যতা?
মানুষের চরম সত্তাকে করো পরিহাস!


মৃত লাশের কঙ্কালে সাজানো বাসর ঘর,
আজ তোমারই কবর।